Published News/Report Details

প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী উন্নয়নকৃত সফটওয়্যার ‘ইমপোরিয়া’ এর শুভ উদ্বোধন

Date: 06 May, 2021

তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নয়নকৃত সফটওয়্যার ‘ইমপোরিয়া’ অদ্য ২৮ই মার্চ ২০২১ তারিখ সকাল ১০:৩০ মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিতি সফটওয়্যারটি উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইসিটি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ এবং সিএসআইডি এর নির্বাহী পরিচালক জনাব খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক জনাব পার্থপ্রতিম দেব।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব মোহাম্মদ এনামুল কবির । এছাড়াও প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্যাদি উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনোয়ার উজ জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মোঃ গোলাম রব্বানী।

‘ইমপোরিয়া’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সিসিএ কার্যালয়, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিকল্পনা কমিশন, এনজিও বিষয়ক ব্যুরো, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সূচনা ফাউন্ডেশন, এনডিডি সুরক্ষা ট্রাস্ট, বিভিন্ন চাকুরী দাতা প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করেন এমন দেশি-বিদেশী সংস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধীগণ অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

সফটওয়্যার 'ইমপোরিয়া' এর লিংকঃ https://emporia.bcc.gov.bd/